নেপালে ভূমিধস নিহত ৬ জন

  নেপালের রামেছাপ জেলার শৈলুং গ্রামীণ পৌরসভায় মুষলধারে বৃষ্টির কারণে ভূমিধসে অন্তত  ছয়জন নিহত এবং একজন আহত হয়েছেন





নেপালের রামেছাপ জেলার শৈলুং গ্রামীণ পৌরসভায় মুষলধারে বৃষ্টির কারণে ভূমিধসে অন্তত ছয়জন নিহত এবং একজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৫ আগস্ট) রাত ৩টার দিকে এই দুর্যোগের সৃষ্টি হয়।


জেলা পুলিশের মুখপাত্র কৌশল নিউপানে জানিয়েছেন, এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন, এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দল কাজ করছে।


নিউপানে আরও জানান, বন্যায় স্থানীয় নদীর ওপর একটি সেতু ভেসে যাওয়ায় জেলার অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে।


নেপাল পুলিশ জানিয়েছে, মৌসুমী বৃষ্টিপাতজনিত দুর্যোগে এ পর্যন্ত ১৯৫ জন নিহত, ২৪৭ জন আহত এবং ৪৯ জন নিখোঁজ রয়েছেন। See More...





No comments:

Powered by Blogger.

Cookies Consent

This website uses cookies to offer you a better Browsing Experience. By using our website, You agree to the use of Cookies

Learn More